-
যে
কোন
দেশের
অবারিত
মাটির বুকে
হাত রেখে দেখো
সেখানেও পাবেই
শহীদের রক্তে ভেজা
বাংলাদেশের স্পন্দন,
প্রকৃতির দিকে চোখ রেখো
দেখবে তাতে প্রীতির বন্ধন।
কেননা বাংলাদেশের এ রুপ,
সবখানেতেই লুকিয়ে থাকে চুপ।
কি আকাশ, কি সাগর পাহাড় কিংবা
নূপুর পায়ে নেচে উঠা ছন্দময় ঝর্ণা,
অথবা সোনালী মাঠ ঢাকা কুয়াশা ওড়না,
ভেবে নিও সে মোর জন্ম ভূমির টুকরো ছবি,
যার রুপে আত্মহারা সকল দেশের বিশ্ব কবি।