-
৯
মাস
চ র ম
আত্ম ত্যাগ
আর কষ্টের
দিন গুনে গুনে,
এ বাঙালি জাতি
কষ্টের মাঝেও সুখ
স্বপ্নের জাল বুনে বুনে,
চেয়েছিল শোষনের মুক্তি।
সুবিচারের যে প্রতীক নিক্তি-
তার ধুম্রজালে স্বার্থন্বেষী দল,
ভয় ভীতি খুন ধর্ষণ অত্যাচারে
মুক্তিকামী জাতিকে করতে পদতল,
চেয়েছিল জাতি যেন না পায় স্বাধীনতা।
মুক্তি যুদ্ধের চেতনায় ইতিহাসের পাতা
আজ বিজয়ের গল্প গাঁথায় গেছে ভরে ভরে,
স্মৃতিসৌধ পাদদেশ তাই ফুলে ঢাকা থরে থরে।
হারাতে পারেনি হারতেও জানে না এ বঙ্গ জননী,
বিশ্বে আজ সবার মুখে যে ইতিহাস গল্প ও কাহিনী,
সে আমার মুক্তি যোদ্ধা বাবার গল্প সূর্য পথের বাহিনী।