-
দু
চোখে
জলের
অবিরাম
আজও বন্যা
বীরাঙ্গনা কন্যা
যে তার ধুকে ধুকে
মরছে মৃত্যু শয্যায়,
শোকে পাথর বেঁধে বুকে
মা তার আজও বসে কাঁদে
আর কত সে মরবে লজ্জায়!
চায়নি কোন প্রতিদান কেবল
সব কিছুর বিনিময়ে মনে প্রাণে
সে চেয়েছিল মাতৃভূমির স্বাধীনতা,
যেন তার বিনিময়ে পেয়েছিল নগ্নতা।
সেই পাপের বোঝা কেন বয়ে বেড়াবে একা।
৪৩ বছর কেটে গেল তবু পেল না সে দেখা
স্বাধীনতা কাকে বলে কাকে বলে ঠিক গনতন্ত্র,
আজও কেন বীরাঙ্গনা কাঁদে এ কেমন ষড়যন্ত্র।