-
থু
তোর
পাপিষ্ট
কৃত কর্মে,
যার নিষেধ
এবং আদেশ
আছে সকল ধর্মে।
তবুও করলি খুন
মানুষ হয়ে মানুষকে,
ভাবলি না ধর্ম গুনাগুন।
কি ভয়ংকর কি বিভৎস,
এক দেশ এক মাটির সন্তান,
তবু দ্বিখন্ডিত হল স্বপ্ন উৎস,
স্বাধীনতাকে তুই করলি অপমান।
পিতা করলেও ক্ষমা মাতৃভূমি পারেনি,
তাই পাপিকে ছাড়লেও পাপ তোকে ছাড়েনি।
সেই পাপের আজ হল শাস্তি মুক্ত হল দেশ,
শত প্রতিক্ষায় এ জাতির কলঙ্ক হয়েছে শেষ।