অনেক তো হল- ঘাস ফড়িং,
গরুর সুঁচালো শিং।
উদাস দুপুর হেয়ালি চিল,
মনের দরজায় আঁটানো খিল।
উল্লম্ব খেয়ায় মাছের শরীর,
নবান্নে পাটালী গুড়ের ক্ষীর।
প্রকৃতি প্রেম সুখ দুঃখ পরকীয়া,
উজান ভাটির গান মরমী হিয়া।
তবু কেন যে মন কাঁদে,
পড়েছি জনমে এ কোন ফাঁদে!
মাটির দেহ মাটিই করবে গ্রাস,
তবুও সময়ের সাথে বসবাস।
এই যে এত ভালবাসা দরদী সংসার,
কত আত্মিয়তা কত আব্দার,
কত মঞ্চ কত অভিনয়,
ধীরে ধীরে নামছে পর্দা ফুরাচ্ছে সময়।
এ যেন শেষ অংকের অমোঘ বিধান,
তবু রেখে যাওয়া শেষ চিহ্নটাই প্রধান।