-
যে
বেলা
হেলায়
চলে গেছে
অযথা তার
জন্য আফসোস্
মানায় না, বরং
বর্তমানের হাতে
যে সময় আছে জমা,
তাকে নিয়ে হে প্রিয়তমা
বাং লা দেশ- আমি সজাগ,
তুমি হবে না আর দু’ভাগ।
মৌ ল বা দী কিংবা গনতন্ত্র,
বুঝি না ঘোষক কিংবা পাঠক
তুমি 'মা' এক সত্তা- যার মূলমন্ত্র।
মায়ের জন্য নেই কোন বেলা অবেলা,
তোমাকে আড়ালে রেখে আমরাই করেছি
অন্ধ স্বার্থ নিয়ে অকারনে সাপ লুডু খেলা।
তাই সে সময় নিয়ে মরি আজ কষ্ট লজ্জায়,
তুমি অযত্নে থাকো আর কোন দিনই চাইব না
কথা দিচ্ছি আজীবন তোমায় রাখব ফুল-শয্যায়।