-
ছু
ম ন্ত্র
ছু, তোর
চোখে মুখে
সর্প কূলের ছু,
দুধ কলা দিয়ে কি
কেউ সর্প পোষে?দিই
ঐ জল্লাদদের মুখে গু।
যারা দেশ প্রেম কথা বলে
মসুলমানিত্বের ধোয়া তুলে
তলে তলে দেশ করেছে শোষণ,
বিচার চেয়ে করেছি কত রোদন,
তবুও পাষাণের গলেনি শক্ত মন।
বরং নির্বিচারে তারা চালিয়েছে গুলি,
লাগুক তাদের ঐ চোখে মুখে মন্ত্রের ধূলি।
ফাঁসির রায়ে জল্লাদেরা করছে আজ মিছিল,
ঐ সুদূর থেকে পাকিস্তানিরা ছুঁড়ছে ভাঙ্গা ঢিল।
এত বড় ধৃষ্টতা তাদের এতই বড় আসকারা,
ওদের মাথায় পড়ুক বাজ- ছু মন্তর ছু রা রা রা রা!