-
টি
ব্যাগ
গরম
জলে ডুবে
যখন তার
ছড়াচ্ছিল রঙ,
সে রঙয়ের মাঝে
মা বাবার তাজা রক্ত
ছলাত করে উঠছিল
মনে পড়ছিল রাজাকার
আর আলবদর এন্ড গং।
সে লালচা মাবাবার রক্ত ভেবে
কাপ হাতে ছুঁয়ে করে দীপ্ত শপথ,
ঐ বিশ্বাস ঘাতকদের বিনাশ করে
তবেই খুঁজবে শেষে বাড়ি ফেরার পথ।
বোন তার আজও পথ চেয়ে বসে থাকে
কবে ফিরে আসবে তার মুক্তিযোদ্ধা ক্লান্ত ভাই
যুদ্ধ শেষ হয়নি বলে সে যে আজও ফেরে নাই।
ক্ষমা চেয়ে সে ভাই বোনের কাছে লিখেছে এক চিঠি,
তাতে লিখেছে সে শত্রু মুক্ত করবেই বাংলার মাটি।
যদি সে আর না আসে ফিরে আর না হয় দেখা কোন দিন,
আগামী প্রজন্মরা যেন শোধ করে তার রেখে যাওয়া ঋণ।