-
ভি
চিহ্ন
যতই
বড় করে
দেখাস তুই
জেল হাজতের
চৌদ্দ শিখে ফটকে,
নির্লজ্জ বেহায়া তুই
পারবি না আর সটকে
পড়তে, ঘাড় দেব মটকে।
তুই সন্ত্রাসী তুই রাজাকার,
ফাঁসি ছাড়া তোর নেই কোন ছাড়।
তাতেও যাবে না মায়ের কান্না শোক,
চোখ মুছতে মা’র আঁচল গেছে ক্ষয়ে।
তবু তোর ফাঁসি চায় যতই কষ্ট হোক,
সেই বিচারের আশায় ব্যাথা নিয়েছে সয়ে।
বাংলায় একে একে তোদের হবেই বিচার,
বিদেশী প্রভু নিয়ে যতই চেষ্টা করিস বাঁচার।
নইলে এ বাংলার মাটি তোকে নেবে না তার বুকে,
চাইবে না সে বিচারের আশায় মা মরুক ধুকে ধুকে।