-
হে
বঙ্গ
জননী
এত প্রেম
হাসি তামাসা
এত ভালবাসা
এত সুখ ও ব্যাথা,
হাজার বছর ধরে
কত যে গল্প কবিতায়
তোমায় নিয়ে বলছি কথা।
তবু ফেরেনা এ জাতির ভাগ্য,
হয় না অসুস্থ মনের আরোগ্য।
তাইত আমার বুকে তোমার মত
হু হু করে কান্নারা কাঁদে দিন রাত,
অন্তরীক্ষে স্রস্টাও করে অভিসম্পাদ।
এ কার অবহেলা, কার ভুল, কার পাপ,
আজও কেন এ জাতি পেলো না ভুলের মাফ?
কবে যে আসবে সেই দিন আসবে সু-প্রভাত,
যার ইশারায় গর্জে উঠবেই ষোল কোটি হাত।
এ জাতি ফিরে পাবে পবিত্র ধরায় খ্রিষ্টের সম্মান,
প্রজন্ম থেকে সহস্র প্রজন্মে তা থাকবে প্রবাহমান।