বিস্তৃত আকাশ নেশায়,
বন্যার জলের মত দোল খায়
শেকল পরা সবুজ বাসনা!
এ কারও দোষ না।
নিজেকেই নিজে দোষ দিই নিভৃতে,
জীবন যে জীবন চক্রের আবৃত্তে।
শেষ পরিনতির জন্য হবেই ক্ষয়,
শুধু ভয় একটিই ভয়,
কষ্ট কেবল একটিই কষ্ট,
মন- যে স্বাধীনতায় অভিষ্ট
লক্ষ্যে উড়তে চাইল সারাটা জীবন,
সেখানে হয় ক্ষরা নয়ত প্লাবন।
এ ভাবেই দাঁড়ানো এখন চক্রের শেষ সীমানায়,
ভরা পূর্ণিমা ছাড়া কি জীবন মানায়,
অথবা সুন্দর একটা সোনালী সকাল?
এ জীবনে এটাই রইল বড্ড আকাল।
আমার মত করে কাটল না জীবনের সময়,
চাওয়ার সাথে পাওয়াটা তাই রইল সংঘাতময়।
তাই ইচ্ছেরাও বুঝি ভয়ে মেলল না ডানা,
কৃতকার্য জীবন কাকে বলে রইল অজানা।
কোথায় যে হল পদাতিক কষ্টের আলগা টান,
চক্রের গভীরে দেখি চন্দ্র ক্ষনের প্রায় অবসান।
তবুও স্বপ্ন দেখি জীবন চক্রের ওপারে,
শেকলহীন সফল বাসনায় জীবন যেন উঠছে ভরে।