-
ব
দিয়ে
ক ল ম
তো হয় না,
ক দিয়ে হয়
লেখার ক ল ম-
ব দিয়ে হয় বোমা,
ওরা ভেবেছিল বঙ্গে
সবাই ব কলম বোকা
স্বধীনতাটা রাখবে জমা।
যেই দেশ লাল সবুজে ভরা,
যেই দেশের মাটি সোনায় গড়া।
যে জাতির রক্তে গড়ায় ক্ষুদিরাম,
সেই জাতিকে যায় নাতো রাখা দমিয়ে,
যার অন্তরে স হ স্র অযুত পুণ্যধাম।
তাইত এ জাতি দীপ্ত, নয় সেতো ব কলম,
যার গল্প শুনেই শিউরে উঠে গায়ের লোম।
মুক্তি যুদ্ধের সেই ইতিহাস বিশ্বে সবার জানা,
যার মন্ত্রে অন্যান্য জাতি স্বাধীনতায় মেলছে ডানা।