-
ঐ
নীল
আকাশ
কেন এত
নীল হল মা,
ঐ সবুজ মাঠ
কেন এত সবুজ?
বাবার হৃদয় শক্ত
কেন ভালবাসার জন্য
তোমার মন এত অবুঝ।
অস্ত্র হাতে দীপ্ত চেতনায়
যুদ্ধের জন্য হতে হয় কঠিন,
জিততে চাইলে রক্ত শুধু নয়
প্রেম ভালবাসাও যে তার অধীন।
তাইত এত সহজ হল মুক্তি যুদ্ধ,
হানাদারদের নীল-নক্সাটা হল রুদ্ধ,
মা’র সেবা ও বাবার হাত ছিল বলে শক্ত।
সেই নীল-নক্সার ঘায়ে আকাশ আজও নীল,
তবু মা’র সে ভালবাসা আর বাবার যুদ্ধ জয়ে
বাং লা র প্রান্তর লাল সবুজে সবুজ অনাবিল।