-
বা
আর
কোন কি
যুক্তি যুক্ত
নেই বিচার,
কেবল জিতব
হারাটা মানব না
এ কেমন ক্ষুব্ধ আচার?
হারাটা তো জেতার অংশ
জিততে চাইলে হয় হারতে,
নইলে নিজ অস্তিত্ব হয় ধ্বংস
না খেলে খেলার মাঠ হয় ছাড়তে,
অথবা গায়ের জোরে হয় উপেক্ষিত।
তখন থাকেনা মাঠ থাকেনা কোন খেলা,
কেবল প্র তি হিং সা ষড়যন্ত্র অবহেলা,
তিলে তিলে অন্তরালে ধ্বংস হয় ভালবাসা,
এমন করে এ সমাজ আর দেশ গড়া দুরাশা।
জিততে চাইলে আগে মানা শিখতে হবে হারাটাকে,
নইলে হৃদয় বুঝবে না সে ভালবাসার সাড়াটাকে।
যে ভালবাসায় জন্ম নেয় মনের মধ্যে আর এক দেশ,
মানুষ বাঁচিয়ে দেশ গড়তে যার ভূমিকা অনন্ত অশেষ।