-
নৃ-
বিদ্যা
ভাবায়
অতীতের
অনেক তথ্য,
জন্ম ইতিহাস
আমাদের অস্তিত্ব।
বয়ে গেছে ম হামারি
কত খরা কত প্লাবন,
কত ঝড় কত সাইক্লোন,
কত কষ্ট কতযে প্রবঞ্চনা,
তবু হারায়নি বাংগালিপনা।
কি হিন্দু খৃষ্টান বৌদ্ধ কি মুসলিম,
আজও শাড়ি আছে না থাক মসলিন।
আছে ওড়না লুঙ্গি গামছা আছে ফতুয়া,
আছে মেহেদী রাঙ্গা হাত আছে মিষ্টি বধূয়া।
আছে কেয়াং ঘর গীর্জা, আছে মসজিদ মন্দির,
শুনছি আযান ঘন্টা সন্ধ্যা যখন মাখে আবির।
এ আমাদের হাজার বছরের ঐতিহ্য পরম্পরা,
নৃতত্বের কাছে বর্তমানের চিত্রটা বড্ড শরমকরা।
কেন এ দৈন্যতা আগামী সুন্দর সভ্যতা গড়ার রাস্তাতে,
এ জাতির এত বনেদী ইতিহাস তবু কেন পড়ে পশ্চাতে?