-
ফুঁ
দি য়ে
ম্যাচের
কাঠি নেভে,
নেভে কি তাতে
ধরলে আ গু ন
শত নিযুত ফুঁ’তে,
সৌড়া গাছের ভূতের
জ্বর পথ্যে নেমে গেলেও
নামে না সে জ্বর ধরে যদি
অজানা অকাল মনের ভূতে।
সেই ভূ তের হয়েছে সওয়ার
কিভাবে উঠলে কোন রক্তে জোয়ার
আজ বাংগালি জাতির এ রুগ্ন কাঁধে
কোন সে ওঝার ফুঁ’তে নামবে এই ভূত,
জন্ম নেয়নি কি আজও সেই মায়ের পুত!
কার জন্য বসে আছে কোথায় কোন জনপদে,
যার জন্য দিনে রাতে এ জাতি এখন বসে কাঁদে।
নেভাতে এ মনের আগুন নামাতে এ কাঁধের ভূত,
প্রতিক্ষাতে তাই বসে থাকি আসবে কবে সে অগ্রদূত।