-
স্ক্রু
ঢিলা
থাকলে
কথা বলে
বেফাঁস কথা,
সকলেই নয়
জ ন গ নে র চেয়ে
এরোগে আক্রান্ত নেতা।
কি যে হল এ দেশটার
কাজের চেয়ে কথাই বেশী,
তবু বলছে না কেউ এন্তার
দেশটাকে প্রকৃতই ভালবাসি।
সবাই যেন অপ্রাসঙ্গিক বাচাল
তাইত মাথার স্ক্রুটা মনে হয় ঢিলা,
নেতাদের মাথাটা বিগড়ে গেলেও তবু
টিকে আছে সম্মুখ পানে জাতির পথ চলা।
আমি কবি ও শিল্পী তাই বলছি আমার বলা
জাতির মাথটা ঠিক রাখতে হয় না যেন হেলা।
নইলে সবই বিগড়ে যাবে থমকে যাবে এ দেশ,
অমূল্যের মূল্যটা খুঁজতে তখন জীবন হবে শেষ।