-
কি
রুপ
নয়নে
হেরিলাম
আমি সাঁই,
সে রুপের
তুলনা যে নাই।
এক মাটির কোলে
সাগর পাহাড় নদী,
জড়িয়ে থাকে বুকে বুকে,
রাত্রি ঘুমায় পরম সুখে,
চন্দ্র সুর্য হাসছে নিরবোধী।
মাকে ছেড়ে যায় না যুবা সমাজ,
মা আর মাটি একই শ্রদ্ধার ভাঁজ।
যতই থাকুক ঐ বাঁচার কষ্ট কাজ,
তবু তুষ্ট মুখে ভালবাসার আওয়াজ।
জারি সারি সে ভাটিয়ালি কিংবা পদাবলি,
সবখানেতে ঠাসা বাংলা ভাষা মায়ের বুলি।
মায়ের ভাষার জন্য তারা বিলায় আপন প্রান,
মরমিয়া সে দেশ বাংলাদেশ আমাদের তীর্থ স্থান।