-
                             ও
                           ব  ন্ধু
                         এ  বা র
                       ভা ল  বে সে
                     নিঃশব্দে  দাঁড়াও,
                 বাতাসে রাখো দু’কান,
                নদীর স্রোতে রাখো কান,
              দেশের  মাটিতে রাখো কান,
             কান্নার  শব্দ  কি শুনতে পাও?
           ওযে লাখো শহীদের কষ্টের কান্না।
           আজ কেমন করে হচ্ছে তা অজানা!
          কেমন  করে  ভুলছি  মায়ের রোদন,
         আজ  আরব  বসন্ত থেকে শাহাবাগের
        বসন্ত জোয়ারে হয়নি কি সে পরিশোধন?
      আমরা রাজনীতি  চাইনা  আমরা চাই মুক্তি,
     “এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম” অতীতে
     যেমন  করে জাতি পেয়েছিল সেই স্পষ্ট উক্তি।
    সেইত  ছিল মুক্তিযুদ্ধের প্রথম কবিতা শ্রেষ্ঠ গান,
  যে কবিতা শুনে এ দেশের মানুষ অকাতরে দিল প্রান,
ওঁদের স্মরণে এক  দন্ড  দাঁড়াও  বন্ধু এই মোর আহ্বান।