-
যে
কেউ
বলতে
পারে নাম
সেই দেশের,
মুক্তি যুদ্ধে গাঁথা
মুক্ত পরিবেশের,
পাখি ডাকা,ছায়া ঢাকা
লাবন্যতার নেই শেষ,
সেযে ঘুম ভেঙ্গে জেগে দেখা
আমার সোনার বাংলাদেশ।
সকালে শিশির ভেজা সোনা রোদে
যে দেশের সবুজ ঘাসে মুক্তো জ্বলে,
কিষান কিষানীর হাসির মহরতে
যে দেশের সবুজ মাঠ হাওয়ায় দোলে,
সে দেশে জন্ম নিয়ে ধন্য যে মা এই আমি।
তোমার বুকে কাদা মাটি সোনার চেয়ে দামী।
সে মাটিতে দিও মা ঠাঁই আমার মরণ কালে,
যেন এ মাথা রাখতে পারি তোমার স্নেহের কোলে।