-
সে
আর
গল্পের
কেউ নয়,
ইতিহাসের
পাতায় পাতায়
লিখাই শুধু নয়,
সব সময়ের উর্ধ্যে
কালজয়ী সে এক নেতা,
বঙ্গবন্ধু এ জাতির পিতা।
অকাল প্রয়ানে ঘুমিয়ে আছে
সেই সে পিতা নিজের গ্রাম টুঙ্গি,
মা বাবার কবরকে করে সংগী।
আমরা কেঁদে ভাসাই বুকের জমিন,
আকাশ বাতাস করছে আমিন আমিন।
তারপরও কি শেষ হয় এ জাতির কান্না,
এই বিশ্ব কাঁদে, জাতি কাঁদে, কান্না হয়না শেষ।
তোমাকে ফিরে পেতে যে আজও দিচ্ছি সবাই ধন্না,
ফিরে এসে বাঁচাও মোদের, হাসাও এ বাংলাদেশ।