-
কে
যায়
নদীর
ভাঙ্গা ঘাটে,
মাথায় ঘুমটা
সুর্য যখন পাটে।
আদর মায়ায় ভরা
নদীর পাড়ে ছোট্ট গ্রাম,
কূল কূল স্রোতের ধারায়
বলছে বাংলাদেশের নাম।
সেই নদীর পাড়ে নারীর হাসি
সে যে আমার বাংলাদেশের ছবি,
তা দেখে পাগল হল কত শিল্পী কবি।
পাগল হল ধরায়- বিশ্ব মাতার মাতা,
মাগো তোর পায়ের কাছে নত আমার মাথা।