-
                             দে,
                            ক ষ্ট
                         দিবি তো-
                        দে না  কষ্ট,
                       তবু   হব  না
                      সত্য  পথ  ভ্রষ্ট।
                    কষ্ট সয়েছে  পিতা,
                  যে কষ্ট সয়েছে মাতা,
                 সে কষ্টটা ছিল আমাকে
                জন্ম  দেয়ার চেয়েও রুঢ়,
              ঐ গল্পটা শোনা হয়নি পুরো।
             শুধু  জেনেছি  ঘৃনিত রাজাকার,
            কি জঘন্য কষ্ট দিয়েছে বার বার,
          আমার বাবা-মা’র মত কত জনাকে
         ধৈর্য ছিল দেখবেই স্বাধীনতা বোনাকে।  
        পেটের  শিশু  মরে  জন্ম নিক স্বাধীনতা,
       ছিল  একটাই  স্বপ্ন  ভুলতে  সকল  ব্যাথা।  
     আমি  তাদের  সেই   সন্তান  প্রজন্ম একাত্তর,
    গত  কষ্ট  আজও  বয়ে  বেড়াই  বুকের  ভেতর।
   কষ্ট  দিবি  দেনা-তবু  মুক্তির স্বপ্ন যে হবেনা শেষ,
  আজন্ম  মরেও  তবু  জন্ম  দেব  সোনার বাংলাদেশ।
..................................................................
সকল কবি বন্ধুদের জন্য রইল ঈদের শুভেচ্ছা, ' ঈদ মুবারক'...