-
কে
আর
সাদরে
নেবে ডেকে,
যদি না তোর
নিজের কাছেই
দেশের জন্য থাকে,
গভীর মায়ার টান-
ভাবিস কেন তুই একা?
ভয়েতে হচ্ছিস খান খান।
চন্দ্র থাকে সুর্য থাকে আকাশে,
ভাবছিস বুঝি হয়ত একা সে।
এই যে মায়ায় ভরা দেশের মাটি,
জানি তারা খাঁটি সোনার চেয়েও খাঁটি।
সেইত তোর মায়ের আঁচল সিক্ত স্নেহ,
এমন মায়ের মতন কি আর আছে কেহ!
সবই যে ঐ আকাশ ভরা চন্দ্র সুর্যের দান,
সাহস নিয়ে একাই হাঁটলে পাবি অনেক প্রাণ।
একে একে ভিড়বে সবাই সে একই সামিয়ানায়,
দেখবি তখন একা না তুই ওই স্বপ্নের সীমানায়।
মায়ের মতই এ দেশের মাটি ডাকছে দু’হাত বাড়িয়ে,
তখন আস্থার সাথে ফেলনা দু’পা সকল জঞ্জাল মাড়িয়ে।