।
যে
মাটি
উর্বর
হল শত
ভাই বোনের
বাবা মায়েদের
বুকের তাজা রক্তে,
সে মাটির স্বাধীনতা
যেতে দেয়া যায়কি বৃথা
কোন ষড়-যন্ত্রের নক্সায়
পুনঃ পরাধীনতায় ভুগতে?
বরং এ তো এক পবিত্র দায়,
যারা দিয়ে গেল জীবন নির্দ্বীধায়।
তারা থাকবে আমাদের কোটি হৃদয়ে,
তারা চায়নি হতে ইতিহাস বিনিময়ে।
কেবল চেয়েছিল মুক্ত হোক এ মাতৃ দেশ,
প্রজন্ম থেকে প্রজন্মে গড়ুক সেই পরিবেশ-
যেখানে থাকবে না অত্যাচার নিরাপত্তাহীনতা,
গর্ব নিয়ে থাকবে বেঁচে বাংলাদেশের স্বাধীনতা।