যখন তোমার বুকের মধ্যে অনুভব করবে বিষণ্ণ হাহুতাস করা বাতাস,
তখন ভাববে আমি খাঁ খাঁ মরুভূমির কোন ক্লান্ত দুপুরে পুড়ে পুড়ে
যাচ্ছি কিছু পেট্রো-ডলারের আশায়।
যখন তোমার শরীর জুড়ে হীম শীতল ঠান্ডা অনুভব করবে, তখন
ভেবে নিও আমি সাইবেরিয়া সংলগ্ন কোন বরফ উপত্যকায় পেঙ্গুইনের
শুমারি কাজে কেঁপে কেঁপে উঠছি আগামী অস্তিত্ব রক্ষায়।
যখন তোমার চোখ জোড়া ভারী কান্নার জলে ভাসবে, তখন ভাববে
আমি মেঘালয়ের চেরাপুঞ্জির কোন পাহাড়ের ভাঁজে ভিজে ভিজে যাচ্ছি
বৃষ্টিকে অভিসম্পাদ দিয়ে দু’মুঠো সোনালী সকালের আশায়।
যদি কখনও বুকের মাঝে অসহ্য কষ্ট অনুভব কর রক্ত ক্ষরণের,
তখন নির্ঘাত জেনো আমি মধ্য-প্রাচ্যের কোন রণ পল্টনে সত্য আর
অধিকার প্রতিষ্ঠায় অস্ত্র নিয়েছি হাতে- মারতে না হয় মরতে।
যদি কখনও সারা দিনমান নির্ভার প্রশান্তি অনুভব কর তোমার সকল
অস্তিত্ব জুড়ে, তাহলে নিশ্চিত জেনো আমি চলে গেছি কোন না ফেরার
দেশে। চাইলেও সেখান থেকে আর ফেরা যায় না বাস্তবে।
কেননা বাঁচার স্বপ্নকে সুখের দোলায় ভাসাতে বিচিত্র অভিবাসনের
হাত ধরে বহু প্রান্ত ঘুরে বেড়ালেও নিষ্ঠুর পৃথিবী আর তার মানুষের
গড়া নিয়ম আমাদের স্বপ্নকে বন্দি করে রাখল ফেরারী কফিনে।