-
সে
যাই
বল না
আমি ভিক্ষা
চাই না আর।
আমি চাই কাজ,
এ কেমন রোগাটে
দুর্বল নষ্ট সমাজ,
আমাকে করছে বেকার।
এই যে এখানে এত মাঠ
এত সবুজ রসেলা প্রান্তর,
এত জল এত সবুজ অন্তর,
দু’মুঠো ভাতের আশায় কি নেশায়
থাকি সকাল সন্ধ্যা মাঠের কাজে ব্যস্ত,
ফসলে ভরে তুলি শত শত মাঠ আস্ত।
অথচ সময় শেষে বেড়ায় খায় ফসল,
দুখিনি মায়ের কৃষক আবার হয় দুর্বল।
কাজ চাই, কাজ চাই কাজ চাই তা যতই বলি,
দাওয়ায় বসে সম্মুখে দেখি ভিক্ষার নোংড়া ঝুলি,
গাঁটে গুঁজে দাদনের চতুর মহাজন টাকার থলি।
হায়রে দেশ! কবে হবে অভিশপ্ত জীবনের অবসান,
কবে প্রান খুলে হাসব, কন্ঠে গাইব জীবনের জয়গান?