-
ও
দেশ
আমার
জন্মভূমি
বাংলাদেশ,
তুমিই কাঁদাও
হাসাও অনিমেষ।
নবান্নে নতুন ধানে,
বার মাসে তের পার্বণ,
থাকি আমরা আনন্দে তাই
ঈদ নিয়ে আর পূজোর গানে।
বসন্ত গায় কোকিল কুহু তানে,
শীতের শিশির জড়িয়ে ধরে দু’পা,
কাশ ফুল গূঁজে শরৎ মেঘের খোঁপা।
বোশেখ এলেই থাকো কেমন রুদ্র ক্ষেপা।
তাইত বুঝি বাঙ্গালী মন কখনও শান্ত
কখনও রুষ্ট, কখনও নরম দূর্বা যেন-
এত মায়া ভালবাসা তবুও আবার রক্ত কেন
ঝরে তোমার আদর মাখা কোমল বুকে রাত্রি দিনে?
কবে আসবে সেই দিন মা তোমায় আমরা নেব চিনে।