স্বধীনতার দলিল, মুক্তি যুদ্ধের ইতিহাস অথবা সম্প্রতি ’৭১-ভেতরে বাইরে এত কিছু বুঝিনা। কে কবে জানাবে সত্যটা কি? এ নিয়ে বুকে প্রতিনিয়ত হচ্ছে বাঙ্গালী অস্তিত্ববোধের নগ্ন ক্ষরণ, আহ্!...
.........................................................................
অনেক তো হল মেঘ বৃষ্টি নিয়ে খেলা
অনেক তো হল বর্ষার জলে অবগাহন,
অনেক তো হল বন্যার জলে ভাসা
এবার হোক প্রাবল্য শান্তির আগমন।
অনেক তো হল দুর্গন্ধময় কাদা ছোঁড়া-ছুঁড়ি
অনেক তো হল বিশ্বাস-অবিশ্বাসের দোলাচাল,
অনেক তো হল জীবন নিয়ে কাটা ছেঁড়া
নিরাপত্তার আশায় আর থাকব কতকাল!
অনেক তো হল ঋদ্ধ স্বপ্নের খোঁড়া-খুঁড়ি
অনেক তো হল দাবী আদায়ের আন্দোলন,
অনেক তো হল অন্ধকারে দীর্ঘ বসবাস
এবার হোক অন্তরে আলোর আয়োজন।
অনেক তো হল গল্প কবিতা লেখা লেখি
অনেক তো হল মা’কে দেয়া প্রতিশ্রুতি,
অনেক তো হল দেশ নিয়ে নাড়াচাড়া
এবার শেষ হোক ইতিহাসে মিথ্যার বেসাতি।
অনেক তো দিয়েছি বুকের রক্ত ফেলেছি চোখের জল
অনেক তো হল মৃত্যু এখন কাঁদতে পারি না আর,
অনেক তো হল মুক্তিযুদ্ধে পাওয়া স্বধীনতার বয়স
আগামী শিশুর জন্য তাকে বাঁচতে দাও এবার।