তুমি এমন ভাবে দৃষ্টি মেলে তাকালে- যেন এ ভাবে
আর কখনই আকর্ষিত হইনি আমি তার তেজস্বী আলোর
ভেতর। তুমি এমন ভাবে স্পর্শ করলে- সে ভাবে আর
কখনও শিহরিত হইনি আমি বিগত স্বপ্নের ভেতর। তুমি
এমন ভেবে আলিংগন করলে- যেন সে ভাবে আর কখনও
আন্দোলিত হইনি আমি বাস্তবে একচল্লিশ বছর।
আমি হঠাৎ কেমন তলিয়ে গেলাম এক অপরিচিত সুখ
আর স্বপ্নের গভীরে। স্বপ্ন ভরা তোমার সে দৃষ্টিতে যে
আকর্ষন ছিল, আমি যেন ধন্য হচ্ছিলাম নিজেকে পুড়িয়ে
তার আলোর মধ্যে। তোমার শরীরী স্পর্শে সুখের আবহতে
যে শিহরণ ছিল আমার বুকে, মনে হচ্ছিল কেন আরও
আগে আটকা পড়েনি এ হৃদয় তার বলয়ের মধ্যে। মুখোমুখি
আলিঙ্গনে হৃদয়ের গভীরে যে আন্দোলন ছিল তা নিয়ে বারবার
মরে যেতে ইচ্ছে হল আমার তার অপরিচিত সুখের ঢেউয়ের মধ্যে।
একচল্লিশ বছর কত রাতই তো কেটে গেল। অথচ
পূর্বরাত থেকে শুরু করে শেষ অবধি গত রাত ছিল
তোমার দৃষ্টির অফুরন্ত আলোয় উদ্ভাসিত, মৃদু স্পর্শে
মহাবলয়িত আকর্ষনে আবেশিত আর আলিঙ্গনের অশেষ সুখে
আন্দোলিত এক অপরিচিত রাত। জানিনা, এমন রাত আর
কখনও ফিরে পাব কিনা। যদি পাই তবে সে রাতের কাছে,
আমার বেঁচে থাকা আগামী মুহুর্তের কাছে নতজানু আহ্বান-
আমাকে কাঙ্গাল করে রেখ সে রহস্যময় সুখ স্বর্গের কাছে
প্রতিদিন প্রতিরাত।