তুমি হয়ত তবুও তোমার যৌবন ধরে রাখতে পার
অন্তবাস খোপের মধ্যে উন্নত বক্ষে কিংবা আগুন
ঝরানো ওষ্ঠে শিক্ত কামনায়। অথচ ওষ্ঠাগত আমার,
কলপে পাকা চুল ঢাকি আমি, গ্রীবায় ভাঁজ পড়া ত্বক
আমার ঢাকে না শার্টের কলার, কেমন বুড়ো বুড়ো
হয়ে গেলাম দেখতে দেখতে।

সবাই কি পারে বল সময়কে ধরে রাখতে? আমি
যেন ঠিক সেই চলমান সময় আর তুমি তার ঘটমান
নব্য চরিত্র। তাই তোমার শরীর হারালেও লজ্জা হারায়
না, কামনা মরে গেলেও ভালোবাসা মরে না,বরং সময়ই
অনুক্ষন মরে তোমার প্রেমের জন্য।

আমি তাই সে সময় হতে চাই, হোকনা সে বুড়ো
অতি প্রাচীন। তোমার প্রেমের জন্য মরে গেলেও
তবুও মৃত্যুটা তো হবে তোমার মধ্যে।


রচনা স্থানঃ কাবালা, সিয়েরালিয়ন (প্রবাস জীবন)।  
রচনা কালঃ ৩১ মার্চ ২০০২।