ঘনঘোর মেঘলা রাতে চমকানো বিদ্যুৎ-
অদ্ভূত!
বড় অদ্ভূত লাগে।
তখন কি যেন কি এক অনুরাগে
মনে পড়ে সেই অনুভূতি,
যদি দাও অনুমতি-
তাহলে বলব, এমনই এক মেঘলা রাতে,
প্রথম দেখা হয়েছিল তোমার সাথে।
আমি আগ বাড়িয়ে,
মনের জড়তাটুকু ছাড়িয়ে,
পঞ্চমুখ ছিলাম তোমার প্রশংসায়।
তুমি তখনও ছিলে কি এক আশঙ্কায়,
নির্জন পথে আমাকে অপরিচিত ভেবে।
তখনও নিজ গ্রাম বেশ কিছু দূরে হবে।
পায়ে চলা পথ যেন হয় না শেষ,
কি এক অচেনা অশরীরী আবেশ
দুজনকেই করছিল আচ্ছন্ন,
তুমি আর আমি ছাড়া ভিন্ন
কোন মানুষও ছিল না আর।
কাউকে কাছে পেতে খুঁজেছি বার বার,
অজান্তে আনমনে ভয়ার্ত মন কখন,
তোমার হাতে হাত রেখে ভেবেছে আপন।
এমন সময় চমকানো বিদ্যুতে বজ্রপাত,
তুমি ছেড়ে দিয়ে আমার হাত,
কখন বুকের মধ্যে এসে নিয়েছিলে ঠাঁই,
মেঘলা রাতে সেই শিহরণ আজও টের পাই।