-
পা
শক্ত
সামর্থ
করে তবে
দাঁড়াতে হয়
ন্যায্য দাবী পেতে
স-হ-স্র সং গ্রা মে,
হাতে হাত,কাঁধে কাঁধ
আর মুখে তীব্র শ্লোগান
কেউ যেন কোথাও না থামে।
না থাকুক অস্ত্র না থাক গুলি,
সম্বল হোক মুখে বাঙলা বুলি।
মায়ের মুখের ভাষাই তো যতেষ্ঠ,
পদযাত্রা কমান্ড করতে মুখে বলি
জোর কদম এগিয়ে চল বীর শ্রেষ্ঠ।
আমরা বাংগালি এ ভাবেই যুদ্ধ করে
পেয়েছি মুখের ভাষা, এনেছি এ স্বাধীনতা,
আমরা কখনই অবনত করিনি এ মাথা।
আমরা অনড়, আমরা শক্ত পায়ে দন্ডায়মান,
দাবী আদায়ে সত্যের পথে পায়ে পায়ে হ আগুয়ান।