-
তৈ
তৈ তৈ,
আঁধারে
হাস গুলি
কোথায় গেল
এত ডাকি তবু
পাইনা খুঁজে সই।
একেতো অভাব ঘরে,
তার ‘পর এমন করে
যদি না পাই পালা হাস,
সুয়ামী এবার গোসা হলে
জানিনা কিযে হবে সর্বনাশ!
বর্ষা ক্ষরায় পানিও নাই মাঠে,
দামও মেলেনি উৎপাদিত পাটে,
শেয়াল কুত্তা সব মাতব্বরের দল-
এরা,সবাই মিলে দেশটাকে খাচ্ছে চুষে।
আমরা সবাই মরছি যেন মরণ বিষে।
কবে হব আজাদ আমরা এদের থেকে বল?
ওলো সই, এবার আমায় বাঁচা এ কলঙ্ক থেকে,
নইলে, সমাজ ছাড়া হলে, কি বলব ঐ বাবা-মা’কে।