-
ভোঁ
করে
মাছিরা
বসে কই
ঐ আম জাম
কাঁঠালের পাতে?
ফর্মালিনে-র রসে
উঠছে যে ফল জাতে!
তার বিষে মাছিরা নয়
জাতীর মনন যাচ্ছে ধ্বসে।
এ নিয়ে কারো মাথা ব্যথা নেই
নেই শঙ্কা, নেই কোন আহাজারী।
বরং ভাষনে আছে যে বাহাদুরী
আছে মশকরা, আছে ব্যাঙ্গ অশালীন,
রাজ-নীতির-ও শব্দ এখন ফর্মালিন!
হায়রে সেলুকাসের দেশ বা ঙ লা দে শ,
আজও বিচিত্র আজও আশ্চর্য জ-ন-প-দ
কবে হবে এ মরণ ফ র্মা লি নে র দিন শেষ
কবে উঠবে গড়ে বা ঙ গা লী র সুস্থ জনমত।
...................................................................................."স্মৃতিসৌধ" কবিতার জন্য এই লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ টা পড়লে খুব কৃতজ্ঞ হব...