-
সে
শ্যামা
মেয়ের
হাসি যেন-
পাগল করা
আবীর ঝরানো,
বিশ্ব মাতার কন্যা
আমার বাং লা দে শ,
দেখি তার পাগল করা
রুপে আমার অস্তিত্ব উন্মেষ।
আমি উতল ঢেউয়ের দোলায়
শ্যামা মেয়ের আঁচল পেতে হারাই,
সাগর নোনা জলে আনন্দে খাই দোল।
শুনি ঢেউয়ের মাথায় বেজে উঠা বোল,
সে আমার শ্যামা মেয়ের মিষ্টি মধুর কথা,
আমি সে কথাতে সাজাই প্রেমের মিষ্টি কবিতা।
বাংলা মায়ের শ্যামা মেয়ের প্রেমে পাগল পারা,
আকাশ বাতাস চন্দ্র সুর্য তারা সবাই আত্ম হারা।