-
সে
যে কি,
তা লিখে
শেষ করা
যায়না সোনা,
তোমার আমার
প্রানের বঙ্গ বন্ধু
হৃদয়েতে আছে বোনা।
যাকে ছাড়া বাংলাদেশ
যায় নাতো ভাবা কল্পনাতে।
এইযে আম্রা বাংগালী আজ
মা’র কথা বলি মুখে বাংলাতে।
এ সব তাঁর অবদান- মৃত্যু মুখে
মরবে জেনেও সে করেনি মাথা নত
তাঁর আদর্শ বুকে ধরে গড়ব এ দেশ
’৭৫ এর বাংলাদেশে এটাই শক্ত ব্রত।
খুন করেকি শেষকরা যায় মা’কে দেয়া কথা,
বরং, তাতেই বাড়ে প্রতিজ্ঞা, কত গল্প কবিতা।
.................................................................................
কৃতজ্ঞতাঃ ১৫আগষ্ট জাতির পিতার প্রয়ান দিবস উপলক্ষে “স্মৃতিসৌধ কবিতা” দিলাম। পড়ার জন্য ধন্যবাদ...