আকাশে শ্রাবণ মেঘে বৃষ্টির খরা,
মেঘালী চন্দ্র সুর্য তারায় ভরা।
নেই মেঘের মাদল, নেই চমকানো বিদ্যুৎ,
ঘুমিয়ে আছে কি মোহ মেঘ রাজা মেঘদূত?

দেখি না শাপলাবিল পানিতে থৈ থৈ,
শ্রাবণ মেঘে বৃষ্টির জল সব গেল কই?
কোথায় হারালো নিভৃত ফটিকজলের আহাজারী,
প্রকৃতি কি নিজেই হল আজ জল সংহারী!

এ কিসের আলামত কিসের বৈরী প্রকাশ,
কোন অভিমানে এত বিমুখ হল আকাশ।
বিমুখ হল জলভরা মেঘ নিয়ে মৌসুমী শ্রাবণ,
খরার উত্তাপ বুকে বৃষ্টি নেই, নেই কষ্টের প্লাবন।

খাল বিল নদী, বুকে পেতে জল শুয়ে আছে চিত,
জলহীন মাঠে শঙ্কায়  ভাঙ্গছে যেন উৎপাদনের ভিত।
এ কিসের আলামত, কি হচ্ছে লিখা মূল বালামে,
এমন করেই কি শুকাবে শেকড় সভ্যতা উঠবে কি নিলামে!