-
                                এ
                               এক
                              কাহিনী
                            সত্যি বলি
                           অসাধারণ!
                          পাকিরা দেশ
                         করত  শাসন।
                        শোষণ করত যে
                      দেশ তাদের বাঁচাত,
                     অর্থ দিত,আহার দিত,
                   যারা তাদের মায়া করত।
                  আপন  ভাইয়ের অজুহাতে
               অন্তরালে সকালসন্ধ্যা কি রাতে
               তারাই  বুনল  ষড়যন্ত্রের  জাল,
              দরদী বাংগালী  অবাক নাজেহাল।
             শক্ত  হাতে ঠেকাতে দেশের  সম্পদ
           গর্জে উঠল  এক   সাথে  সেই  জনপদ,
          মুক্তি যুদ্ধে ছিনিয়ে আনল আপন স্বাধীনতা
        বিশ্ব জুড়ে  বাংগালীর  নামে  লিখল  ইতিহাস
      গাঁথল স্মৃতি সৌধের গায়ে যুদ্ধের  অমর  কবিতা।

...................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে কবি বন্ধু শিমুলের দেয়া বুদ্ধিতে ।  এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার ষড়দশ প্রয়াস। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...