-
তু
কত
সুন্দর
এই দেশ
সে আমাদের,
মায়াতে জড়ানো
তু ল না নেই এর।
পাখি ডাকা ছায়া অতি,
স বু জে র সা মি য়া না
সুখে দোল খায় প্রজাপতি।
ফুলে ফুলে পরীরা দেয় চুম,
প্রতি দিন সকালে পাখির ডাকে
বিহ্বলতায় ভাংগে মানুষের ঘুম।
গর্ব মোদের এমন দেশে জন্ম নিয়ে,
মরতে যেন পারি মাগো তোর ওম পেয়ে।
তোর কোলে মাথা রেখে এটাই শেষ চাওয়া
না পাওয়ার ভিড়ে যেন সেটাই বড় পাওয়া।
...................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে কবি বন্ধু শিমুলের দেয়া বুদ্ধিতে । এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার পঞ্চদশ প্রয়াস, আর ক'টা লেখার পর হয়ত বিরতি নেব। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...