-
ব
দিয়ে
বন্দুক,
স দিয়ে যে
হয় সিন্দুক।
ম দিয়ে মা হয়
ম দিয়ে মাতৃভূমি,
বন্দুক ছাড়া হয় কি
স্বাধীনতা?যে শান্তিকামী
মানুষেরা ভেবেছিল হায়
পরম্পরায় পেয়ে যাওয়া এ
মনের সিন্দুকে ছিল ভালবাসা,
তা দিয়েই অর্জন হবে তার মুক্তি।
ঝরবে না রক্ত, মরবে অশুভ শক্তি।
অথচ হাতে তুলে নিতেই হল বন্দুক,
ভেঙ্গে ফেল্ল শান্তিতে ভরা লোহার সিন্দুক।
জীবনকে বাজি রেখে যুদ্ধ হল স্বাধীনতার,
মা আর মাতৃভূমি বাঁচাতে অস্ত্র হাতে বার বার।
স্বাধীনতা অর্জন হলেও মুক্তি পেল না অধিকার,
আজও প্রতিক্ষার প্রহর গুনছে কাটাতে অন্ধকার।
...................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে কবি বন্ধু শিমুলের দেয়া বুদ্ধিতে । এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার চতুর্দশ প্রয়াস, আর ক'টা লেখার পর হয়ত বিরতি নেব। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...