বেডের চাদর তখনও এলোমেলো, গত রাতে ঘুমিয়েছি নাকি
যুদ্ধ করেছি কারও সাথে ঠিক মনে পড়ছে না। আসলে রাত
পোহালেও স্বপ্ন পোহায় না। তবে হারিয়ে যায় অন্য স্বপ্নকে
সাথে করে ঘুমের জানালায় উঁকি দিতে।
তবে একটা স্বপ্ন ইদানিং আমার ঘুমের ঘরে একাই বাস করতে
শুরু করেছে প্রায়। তাই ঘোর পেলেই আমাকে তাড়িয় বেড়ায় সারাটা
রাত আমি হাঁপিয়ে উঠি, তেষ্টা লাগে, পানির গ্লাস হাতড়িয়ে জেগে
দেখি আমার হাতে যেন গ্রেনেড, অস্ত্র ধরা।
সম্মুখে চিন্তার দেয়ালে তখন স্পষ্ট দেখি কি এক যুদ্ধ আমার জন্য
অপেক্ষা করছে। মঞ্চ প্রস্তুত, সকল আয়োজন প্রায় শেষ। দেখি বিউগল
ঠোঁটে ব্যান্ডের বাহারী রণ দামামার প্রহরীরা প্রস্তুত, অস্ত্র হাতে লাখো
লাখো চৌকস সেনাদল মার্চ পাষ্টের অপেক্ষায়।
শুধু আমার প্রতিক্ষায়, আমার একটি মাত্র কমান্ডের প্রতিক্ষায় উন্মুখ
ক্ষেপনাস্ত্রের নল, বারুদের ক্ষুব্ধ ত্যাজস্ক্রিয়া। মনে হচ্ছে এবার স্বপ্ন নয়
আমি প্রকৃতই কোন নির্যাতিত আর অত্যাচারিত অসহায়
জনপদের অধিকার আদায়ে রনক্ষেত্রে প্রস্তুত। এখন শুধু অপেক্ষা
একটি কমান্ডের- “ফায়ার”।