হে প্রভু, তুমি মায়া দিয়ে মানুষ করে
আমায় কেন বানালা,
আমার একলা চোট্ট কুঠিরে দিলে
একটিই কেবল জানালা।
বিদ্যুত নেই, কেবল দিনের আলো
করে যাওয়া আসা,
রাত্রি নেই, কেবল অন্ধকারের মাঝে
হৃদয় থাকে ভাসা।
আমি সকাল দুপুর আর সন্ধ্যা বুঝি
যখন মিলায় আমার ছায়া,
আমি মৃত্যুর কথা ভাবলেই দেখি
বাড়ে কেবল প্রানের মায়া।
এ জানালার প্রবেশ পথে যখন দেখি
দিনের আলো জ্বলে নেভে,
জল ভরা মেঘ উড়ছে আকাশে
নিশ্চিত করে নিই ভেবে।
যখন ছায়া আমার ঝিম শব্দের ঘোরে
ঘষা খেয়ে হয় ঘোলাটে,
তখন বুঝি, বাইরে প্রকৃতি রঙ বদলায়
নতুন হতে পুরনো মলাটে।
সকলই বদলায়, সকলই পুরাতন থেকে
আবার হয়ে উঠে নতুন,
আমার ছোট্ট কুঠির সোহাগী রঙ হারিয়ে
হারাচ্ছে প্রান প্রদীপ দ্বিগুন।
হে প্রভু, ছোট্ট কুঠিরের একটি জানালায়
হচ্ছি তবুও আত্মহারা,
দেখি, আলোর বন্যায় অনেক দুয়ার খুলে
তবুও দিচ্ছ নিশ্ছিদ্র পাহারা।