ঈদ এখন কেমন মরা মরা লাগে, নাকি আনন্দগুলোই মরা মরা,
নাকি নিজের মনটাই ইদানিং মরে মরে যাচ্ছে, বুঝি না। ঈদের দিন
তাই ভালও লাগছে না। এখন ঈদ ভালো লাগে না। যেটুকু
ভালো লাগা ছিল সেটুকুও কেড়ে নিয়েছে ফিলিস্তিন শিশুর নিথর
দেহের সাথে ঈদটাও মরে গেছে বলে।
আজ সারাটা দিন কেমন শুয়ে বসেই কেটে যাচ্ছে। বন্ধুদের সাথে
আড্ডা দিতেও মন সাঁয় দিচ্ছে না। আকাশে মেঘ আর বৃষ্টির মত
মনের আকাশেও আজ জমে আছে মেঘ, চোখে বৃষ্টি, তাই তোমাকে
ঈদের শুভেচ্ছা জানাতেও মন চায়নি এবার। মনটা কেমন
মরে মরে আছে, তাই দেহটাও সাড়া দিচ্ছে না কোন কাজে।
হয়ত সারাটা দিন ভেবেছ আমার কথা, মুঠোফোনে রিংটোন পেয়ে
বার বার হয়ত আঁত্কে উঠেছ আমাকে ভেবে, শেষে আমাকে না পেয়ে
অভিমানটা নিশ্চয় বেড়েছে তোমার, তা বাড়ুক। তার চেয়েও যে
মরা ঈদের পোড়া গন্ধ, বোমার শব্দ, ধ্বংসের ভেতরে খোবলানো
জীর্ণ আবাস, শিশুর মরদেহ, বাবা মা’র বেঁচেও মরে যাওয়ার যন্ত্রনা
যে কত গভীর তা তোমাকে বুঝাতে পারব না। তাই ঈদ বা আনন্দ
মরে না গেলেও ভেতরে ভেতরে গভীর ক্ষতে ক্ষরণ নিয়ে যে মন মরে
গেছে তা এখন মরা ঈদের চাঁদের মতই স্পষ্ট।