-
                                    ফুঁ
                                  দিয়ে
                                 আগুন
                               নিভ্‌লেও
                             ফুঁ দিয়ে সেই
                            আগুন    আবার
                          জ্বালানোও যে যায়।
                         অস্ত্র দিয়ে আন্দোলন
                        দমন করা গেলেও, সে
                       অস্ত্র দিয়েই তো যুদ্ধ হয়।
                     মুক্তি যুদ্ধ, অধিকার আদায়
                    করার যুদ্ধ, প্রতিরোধের  যুদ্ধ,
                  আন্দোলনে জনতা যদি হয় ক্ষুব্ধ।
                 রাজনীতিবিদ, সুশীল   সমাজ  নয়,
               তখন  জননেতৃ  কিংবা   ম্যাডাম নয়,
              গন আন্দোলন করে শোষনের পথ রুদ্ধ।
             অন্যায়  অত্যাচারের যাঁতাকলে নিঃস্ব হয়ে
           ভাবছি   শুধু  ঘুণের  গদি কখন  পড়বে খসে,
         সেই সময়ের  প্রতিক্ষাতেই শক্ত হাতে আছি বসে।
..................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা  নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে কবি বন্ধু শিমুলের দেয়া বুদ্ধিতে ।  এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার ত্রৈদশ প্রয়াস, আর ক'টা লেখার পর হয়ত বিরতি নেব। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...

                সকলকে "ঈদের শুভেচ্ছা"