-
                                তা
                               বৈকি
                              আমরা
                            স্বাধীনতা
                          এনেছি  যুদ্ধ
                          করে, আমরাই
                       গর্বিত মুক্তি যোদ্ধা।
                      এ  মোদের চির গর্ব
                     এ  মোদের অহংকার।
                    যোদ্ধার শির  চির   উন্নত
                   আমরা  নই  মাথা  নোয়াবার।
                এমন কোনো জাতি কি আছে বল
                যুদ্ধ   করে এনেছে নিজ স্বাধীনতা,
              গেয়েছে গান, লিখেছে যুদ্ধের কবিতা?
             ধন্য আমি এমন দেশে জন্ম নিয়ে মাগো,
          আমায় তুমি মৌ মায়ায় আঁচল দিয়ে ঢাকো।
          শুনতে   চাইনা  রাজাকার,  কিংবা  বর্গী  গান,
        তোমার কন্ঠে  শুনতে যে  চাই মুক্তি  যুদ্ধের গান। ...................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে কবি বন্ধু শিমুলের দেয়া বুদ্ধিতে ।  এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার দ্বাদশ প্রয়াস, আর ক'টা লেখার পর হয়ত বিরতি নেব। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...