-
ঐ
দূ্র
সুন্দর
নীলাকাশে
যেখানে মেঘ
রোদ আর বৃষ্টি,
আনন্দে খেলা করে।
পাহাড় ন দী সাগর,
পৃথিবীর অনন্য সৃষ্টি
এক হয়ে রয় পরস্পর।
নক্সি কাঁথার স্বপন মায়ায়,
কামার কুমোর তাঁতির ছোঁয়ায়,
আল্পনাতে ভরে উঠে সুন্দরী দেশ
সকাল ও সন্ধ্যায় পাখিরা গায় গান
যার মায়ায় ভরা আদরের নেই শেষ।
আবার অস্ত্র হাতে গর্জে উঠে মহা শ্মশান
কিংবা গোরস্থান, যতই থাকুক সম্মুখে ভয়,
জীবন দিয়েও রক্তের দামে আনতে ছিনে জয়,
ভাষার জন্যই রক্ত দেয়া জাতি,বিশ্বে কি আর হয়
সে মোদের গর্বের বাংলাদেশ, জয় বাংলার জয়।
...................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে কবি বন্ধু শিমুলের দেয়া বুদ্ধিতে । এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার একাদশ প্রয়াস, আর ক'টা লেখার পর হয়ত বিরতি নেব। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...