-                                  
                                  কু
                                 বুদ্ধি
                                অশুভ
                               আর কটু
                             চালের বশে,
                            দমানো যায়কি
                          নাগরিকের দাবী
                        তাইত  উঠছে  ফুঁসে,
                       অধিকারের  আন্দোলন,
                      হোক  ন ষ্টে র  পদস্খলন।
                   যারা অযোগ্য বসেআছে গদিতে,
                 আমরা ভাসব না চোখের নদীতে
                আর চুপ করে থাকব  না মন ভেঙ্গে।
              ভাঙ্গছে  বিশ্বাস  ভাঙ্গছে সমাজ সন্ত্রাসে
           কি করে মূল্যবোধের বিবেক থাকে তন্দ্রাতে?
           আয়  সবে  কুলি মজুর, আয়রে ছাত্র জনতা,  
         বিভেদ  ভুলে  এক সাথে ভাঙ্গ শোষনের নগ্নতা।
...................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে না। তাই সৌধের শ্রী একটু হলেও নষ্ট হচ্ছে। ওটা ধরে নিও। সম্পাদনায় দেখাচ্ছে স্মৃতি সৌধ কিন্তু সংরক্ষনে তা এক পেশে হয়ে যাচ্ছে। এডমিনের সাহায্য কামনা করছি। এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার ১০ম প্রয়াস, আর ক'টা লেখার পর হয়ত বিরতি নেব। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...