-
থু!
তুই
পাপিষ্ঠ
রাজাকার,
আলবদর।
তুই বাঙলার
ঘৃ নি ত বহর,
ত্রিশ লক্ষ শহীদ,
অগনিত মা-বোনের
দু’ চোখের জল গড়ায়,
পদ্মা মে ঘ না যমুনায়।
আজও কান্নায় ভরে বাতাস,
গভীর রাতে মায়ের বুক চিরে
আজও ঝরে পড়ে চাপা দীর্ঘ শ্বাস।
তোর বী ভ ৎ স নখের দংশনে
যেন আজও ক্ষত বি ক্ষ ত এ মানচিত্র,
আজও বসে থাকি তোর বিচারের আশায়,
আজও কষ্ট ভুলাতে মা’কে লিখি জেহাদি পত্র।
বলি মাগো আর ক’টা দিন সবুর কর, বিচারের
জন্য গড়েছি মা ন ব তা র আদালত, গড়েছি দূর্গ।
রা জা কা র নিশ্চিহ্ন করতে এবার শানিয়েছি খ ড় গ,
তোমার বুকের পা ষা ন ভেঙ্গে গ ড় ব মুক্ত বাঙলার স্বর্গ।
...................................................................“সৌধ কবিতা” বললেই যেন আমরা বুঝতে পারি আমরা দেশের অর্থাৎ দেশাত্ববোধের কবিতা নিয়ে কথা বলছি। পাতার লিংক http://www.bangla-kobita.com/palok/post20140709045954/ দিলাম। আগে সৌধটা ম্যানুয়ালী দিলে থাকত এখন থাকছে না। এখন থাকছে, কিন্তু প্রথম অক্ষরটা থাকছে না। তাই সৌধের শ্রী একটু হলেও নষ্ট হচ্ছে। ওটা ধরে নিও। সম্পাদনায় দেখাচ্ছে স্মৃতি সৌধ কিন্তু সংরক্ষনে তা এক পেশে হয়ে যাচ্ছে। এডমিনের সাহায্য কামনা করছি। এডমিন বিষয়টা নিয়ে ভাবছে বলে মনে হয়। ধন্যবাদ। সৌধ কবিতায় এটা আমার ৯ম প্রয়াস, আর ক'টা লেখার পর হয়ত বিরতি নেব। আসলে অংক ছকে ফেলে দিয়ে দেশের কবিতা লিখতে ভাল লাগছে, মন্দ না। তোমরাও চেষ্টা করে দেখতে পার...