আর কত ঝরবে রক্ত,
আর কত লাশ হবে যুক্ত,
আর কত তৈরী হবে কারবালা প্রান্তর,
কেঁপে উঠছে ভিত, কাঁপছে অন্তর।
মুসলিম জাহানের নিরস্ত্র মানুষ,
অন্যায় আর অত্যাচারে হচ্ছে বেহুশ,
কাঁদছে নিষ্পাপ শিশু হচ্ছে অনাথ,
হে বিশ্বনাথ-
তুমি শক্ত কর মুসলিম জাহানের হাত,
কান্নার উষ্ম জলে তপ্ত কর জেহাদ।
হাতে তুলে দাও ওমরীয় তলোয়ার,
যুদ্ধের দামামা হুংকারুক বারবার,
জাগ্রত হোক বিশ্ব মানবতার বিবেক।
তুমি নাজেল কর তোমার খাস নেক-
নেয়ামত। যেমন করে বদর, ওহুদ, খন্দকের যুদ্ধে,
লাখ নাফরমান, বেঈমান, ইহুদী নাসারার বিরুদ্ধে-
মাত্র হাজার খানেক মুমিনের হাত
করেছিল কঠোর শ্ত্রু নিপাত।

কি দোষ করেছিল ঐ ফিলিস্তিন শিশু,
কি দোষ করেছিল ঐ নবী যীশু,
কি দোষ করেছিল যুবক হোসেন কারবালা ফোরাতে,
গোত্রের সাথে দুধের শিশুকেও তার হয়েছিল হারাতে?
কি দোষ করছে এই মুসলিম জাহান,
তাই আজ এত কষ্ট, এত অপমান,
এত রক্ত, এত কান্না,
এত ধ্বংস, এত বঞ্চনা!
আর তো সহ্য হয়না হে মহা প্রভু,
এ রক্ত ঝরা কি শেষ হবে না কভু?
রক্ষা কর প্রভু মানবতার অমূল্য রক্ত,
শান্তির ঝান্ডা তুলে ধরতে ভিত কর শক্ত,
দাও সাহস, দাও প্রচন্ড শক্তি,
আরব বসন্তের আতঙ্ক হতে দাও চির মুক্তি,
আখেরাতে তুমি মোদের দাও গো নাজাত,
রক্তের দামে করি শেষ মোনাজাত।  
............................................................।।
নিবেদনঃ নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে...